অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।”
যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছে, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে সরকারি এই বিজ্ঞপ্তিতে।
অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বাংলাদেশে কর্মরত বিদেশী কর্মীর সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়না। তবে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার এক হিসেব অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত দেশে অবস্থানরত বিদেশীদের সংখ্যা এক লাখের কিছু বেশি।
বিডা ছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), এনজিও বিষয়ক ব্যুরো এবং কিছু মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের বাংলাদেশে কাজ করার অনুমতি দিয়ে থাকে।
বিবিসি