ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫

মুক্তি পেয়েছেন লুৎফুজ্জামান বাবর

জানুয়ারি ১৬, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ । ১৪ জন

টানা ১৭ বছর কারাবাসের পর বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বেলা দুইটার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পাওয়ায় তিনি কারামুক্ত হলেন।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নতুল ফরহাদ জানান, বৃহস্পতিবার আদালত থেকে তারা রিলিজ অর্ডার পেয়েছেন।

এদিকে বাবরের মুক্তির খবরে কারাগারের সামনে সকাল থেকেই অবস্থান নেন দলের নেতাকর্মী ও স্বজনরা। তিনি কারাগার থেকে বেরিয়ে আসার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।

ছাদখোলা গাড়ি করে যাওয়ার পথে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন মি. বাবর। দলের নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে কারাগার থেকে জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা দিয়েছেন।

সেখানে শ্রদ্ধা জানানো শেষে লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।

২০০৭ সালের ২৮শে মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

তবে আওয়ামী লীগের সরকার পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। সবশেষ আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পান তিনি।

বিবিসি