স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “সীমান্তে এখন আর আমরা কোন রকম ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুয়েকটা জায়গায় ছাড় দেয়া হয়েছে, এখন সেই ছাড় দেয়া হচ্ছে না বলেই সংকট তৈরি হচ্ছে”।
রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তে আমাদের দেশের জনগণ বিজিবিকে সাহায্য করে যাচ্ছে। বিজিবি সীমান্তে অ্যালার্ট। সীমান্ত সুরক্ষিত আছে। আমাদের রক্ত যতক্ষণ আছে ততক্ষণ সীমান্ত সুরক্ষিত থাকবে”।
শনিবার চাপাইনবাবগঞ্জ সীমান্তের দুই দেশের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে উপদেষ্টা মি. চৌধুরী বলেন, ”চাঁপাইনবাবগঞ্জে যা হয়েছে সেটি জমির ধানকাটা ও গাছকাটা নিয়ে। এতে আমাদেরও জনগণও আহত হয়েছে, ওদের পক্ষের লোক আহত হয়েছে”।
তিনি জানান, এই ঘটনায় ভারতের সীমান্তরক্ষী আহত হলেও বাংলাদেশের সীমান্তরক্ষীরা কেউ আহত হয়নি। বরং ভারতের দুইজন সীমান্তরক্ষী আহত হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, “আমরা আমাদের অধিকারটা চাচ্ছি। ওখানে ওরা অনেক কিছু করলেও আগে আমরা প্রতিবাদটুকু করি নাই। এখন আমরা আমাদের আইনমতো যেটুকু পাওনা সেটুকুই চাচ্ছি”।
তবে এই সংকট শিগগিরই কেটে যাবে বলে আশা প্রকাশ করে উপদেষ্টা মি. চৌধুরী। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে কনফারেন্স আছে। তখন এই সমস্যা সমাধান হয়ে যাবে। এগুলো ছোটখাটো সমস্যা”। বিবিসি