ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জানুয়ারি ১৯, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ । ৩৭ জন

আইএফআইসি ব্যাংকের ‘চেক ডিজঅনার’ মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

ব্যাংকটির একজন কর্মকর্তা গত ডিসেম্বরে সাকিবসহ চার জনের বিরুদ্ধে ওই মামলাটি করেছিলেন।

এরপর আদালত ১৮ই জানুয়ারি তাদের আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিলো।

কিন্তু আদালতে হাজির না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর দেশে ফেরেননি আওয়ামী লীগ থেকে মাগুরার একটি আসনে নির্বাচিত হওয়া সাবেক এই সংসদ সদস্য।

সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে ছিলেন।

সাকিবকে সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার মনে করেন অনেকে।

তবে তাকে ঘিরে বহু বিতর্কও রয়েছে।

বিভিন্ন সময় মাঠে এবং মাঠের বাইরে আচরণের জন্য তিনি সমালোচিত হয়েছেন। সেই সাথে বিতর্কিত ব্যবসায়িক প্রজেক্টের সাথে সংশ্লিষ্টতার জন্যও তিনি সমালোচিত হয়েছেন অনেকবার।

সবশেষ, ২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিবিসি