রাজশাহীতে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর চলমান আবাসন প্রকল্পের আওতায় “গ্রীন জাহানারা প্যালেস ” নামক ৬ষ্ট তম প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার নগরীর সপুরা ১৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের বিপরীত পাশে উক্ত প্রকল্পের উদ্বোধন করা হয়।
গ্রীনপ্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্স’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সুমন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স পরিচালক মোঃ খাইরুল বাসার, রাজশাহী জেলা ক্যাব সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান (শাকিল), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সালাউদ্দিন মিঠু, আশোক ফাউন্ডেশন আইন সহায়তা কেন্দ্র সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ মোক্তারুল ইসলাম।
প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক মোঃ মনিরুল ইসলাম এর উপস্থাপনায় হাফেজ মোঃ আতিকুর রহমান এর কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
গ্রীনপ্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, রাজশাহী গ্রীন সিটি। এই গ্রীন নগরীতে, গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী। এই শহরের সাথে প্রতিষ্ঠানের নাম, আর কাজের সাথে দারুন মিল রয়েছে। তিনি বলেন, আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানীর নির্মিত প্রজেক্ট সমূহে যারা ফ্লাট নিচ্ছেন তারা সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরো বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। আমরা সাধারণ মানুষদের সামর্থের মধ্যে সর্ব্বোচ গুনগত মানের আবাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। ইতোমধ্যে আমাদের প্রকল্পগুলো জনগনের আস্থা অর্জন করেছে। পাশাপাশি আমাদের মার্কেটিং কার্যক্রমের কারনে বর্তমানে আমাদের ব্রান্ড সারাদেশে পরিচিতি লাভ করেছে। মূলত আমরা মানুষের আস্থা নির্ভর আবাসন প্রকল্প গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়। কারণ সুন্দর লোকেশনে সুন্দর ভবন। গ্রাহকদের আরো মর্যাদা বাড়িয়ে দেয়।
পরিশেষে গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।