ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  • অন্যান্য

তুরস্ক সফরের আগে মিশরে সৌদি যুবরাজ

জুন ২১, ২০২২ ৬:০০ অপরাহ্ণ । ১৬২ জন

গ্রীনসিটি ডেস্ক:

আগামী সপ্তাহে তুরস্ক সফর করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার আগে মিশর সফর করছেন তিনি। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সিরিজ সফর শুরু হলো তার।

মঙ্গলবার (২১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (২১ জুন) সন্ধ্যায় কায়রো পৌঁছান সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান।

বিমানবন্দরে সৌদি যুবরাজকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। আজ কায়রোর প্রেসিডেন্ট প্যালেসে তাদের বৈঠকের কথা রয়েছে।

দুই নেতা ‘আঞ্চলিক ও বৃহত্তর আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে’ আলোচনা করবেন বলে জানিয়েছেন জেনারেল সিসির মুখপাত্র বাসাম রাদি।

মিশর সফর শেষে জর্ডান যাবেন প্রিন্স সালমান। দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক কর্মসূচি রয়েছে তার। তারপর আঙ্কারার ফ্লাইটে চড়বেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

এ সফরে দুই দেশের মধ্যতার তিক্ত সম্পর্ক নিরসণ হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথাও রয়েছে।

২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ওই ঘটনার পর তুরস্কে সৌদির রাজবংশীয় কোনো সদস্যের প্রথম কোনো সফর হতে যাচ্ছে।

সফরের ঘোষণা দিয়ে এরদোয়ান জানান, তারা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানাবেন। তার এ সফরের কল্যাণে তুরস্ক-সৌদি আরবের মধ্যকার সম্পর্ককে তারা কতটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন, তা মূল্যায়নের সুযোগও করবেন তার প্রতিনিধিরা।

সূত্র: আল জাজিরা, বাংলানিউজ