ঢাকাবুধবার , ১৮ মে ২০২২
  • অন্যান্য

এবারও চলবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

মে ১৮, ২০২২ ১১:১৪ পূর্বাহ্ণ । ১৫৫ জন

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে এবারও ঢাকা পর্যন্ত ছুটবে একজোড়া ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আমচাষী ও ব্যবসায়ীদের সুবিধায় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

এনিয়ে আগামী শুক্রবার (২০ মে) চাষী, ব্যবসায়ী এবং রেলওয়ে ও প্রশাসনের কর্মকর্তাদের একটি সভা হবে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। তিনি বলেন, ‘কবে থেকে ট্রেনটি চলবে তা এখনও চূড়ান্ত হয়নি। আগামী শুক্রবার সভা করে দিন ঠিক করা হবে।’

তিনি আরও বলেন, ‘এখন তো শুধু গুটি আম নামানো যাচ্ছে। গুটি আমের জন্য স্পেশাল ট্রেন চলবে না। উন্নতজাতের আমগুলো যখন নামানো শুরু হবে তখনই ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে। এতে সবাই উপকৃত হবেন।’

গত বছর ২৫ মে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হয়েছিল। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করে রাজশাহী হয়ে ঢাকায় পৌঁছাতো মধ্যরাতে। তারপর আবার ট্রেনটি ঢাকা থেকে রহনপুর ফিরে যেত। পাঁচটি বগির এ ট্রেনে আম ছাড়াও শাক-সবজি ও অন্যান্য মালামাল স্বল্প খরচে পরিবহন করা যেত। আমের মৌসুম শেষে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।