ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  • অন্যান্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার থাকছেন যারা

অক্টোবর ৪, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ । ১৭৫ জন

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) পুরো টুর্নামেন্টের জন্য মোট ২০ অফিশিয়ালের নাম ঘোষণা করে আইসিসি। যেখানে এবারও ঠাঁই হয়নি কোনো বাংলাদেশির।

প্রথম রাউন্ড, সুপার টোয়েলভ, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ১৬ জন আম্পায়ার টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন এবং ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ৪ জন।

ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ইংল্যান্ডের ক্রিস্টোফার ব্রড ও অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার যারা

অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমারা ধর্মসেনা, ল্যাংটন রুসেরে, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো ও রডনি টাকার।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে সিডনিতে মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে। জানা গেছে, অস্ট্রেলিয়ার সাতটি মাঠে আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর সেই সাত ভেন্যু হলো এডিলেইড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি।

অন্যদিকে, অস্ট্রেলিয়া বিশ্বকাপের  দুই সেমিফাইনাল হবে ৯ ও ১০ নভেম্বর। যার প্রথমটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আর পরেরটি ওভালে। চলতি বছর ১৪ নভেম্বর ফাইনাল হলেও আগামী আসরের ফাইনাল হবে ১৩ নভেম্বর মেলবোর্নে।

এ ছাড়া সবশেষ আসরের মতো অস্ট্রেলিয়া বিশ্বকাপেও আট দল নিয়ে হবে প্রথম রাউন্ডের খেলা। পরে সেখান থেকে ওঠা চার দল ও শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা।

সময়