ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  • অন্যান্য

বৃষ্টিতে ভেস্তে গেছে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

অক্টোবর ২৬, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ । ১৬৯ জন

বৃষ্টিতে কারও পৌষমাস কারও আবার সর্বনাশ। চলমান অস্ট্রেলিয়া বিশ্বকাপেও বড় প্রভাবক হয়ে উঠছে বৃষ্টি। এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচে ফলাফল গড়ে দিয়েছে বৈরি আবহাওয়া। শেষমেশ বৃষ্টিতে ভেস্তে গেছে।

বুধবার (২৬ অক্টোবর) মেলবোর্নে সকাল থেকেই বৃষ্টির তোড়। তবে তাতে যদিও পুরোপুরি ভেসে যায়নি ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার দিনের প্রথম ম্যাচের ফল। বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।

তবে একই মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। কিন্তু ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে যে বৃষ্টি শুরু হয়েছিল, তা এখনও চলছে। মাঝে একবার বৃষ্টি কিছুটা কমলেও শেষ পর্যন্ত পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আর তাতে দ্বিতীয় ম্যাচে কোনো বলই মাঠে গড়াল না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে গেল বারের রানার্সআপ নিউজিল্যান্ড। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।

সময়