ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

‘কোয়ার্টার সেমিতে জিতেছি, ফাইনালও জিতব’

ডিসেম্বর ১৩, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ । ১৫৯ জন

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে আর খেলা হবে বললাম না। তিনি বলেন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আমরা জিতেছি। ইনশাআল্লাহ ফাইনাল অর্থাৎ জাতীয় নির্বাচনেও আমরা জিতব।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে বসন্তের কোকিলের প্রয়োজন নেই। দলের নামে কেউ অপকর্ম করবেন না। মনে রাখবেন, সাধারণ মানুষ ভয়ে আপনাদের কিছু বলে না। সাধারণ মানুষের পাশে যান।

তিনি বলেন, জাতীয় সম্মেলনের আগে কক্সবাজার দিয়ে শেষ হচ্ছে জেলাপর্যায়ের সম্মেলন।

ওবায়দুল কাদের বলেন, এখন আমাদের টার্গেট ২০৪০ সাল হবে স্মার্ট বাংলাদেশ। এই দেশকে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।

এদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

যুগান্তর