ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

শ্রদ্ধার ফুল, নাটক, কবিতায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

ডিসেম্বর ১৪, ২০২২ ১:০৬ অপরাহ্ণ । ১১৩ জন

আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। নানা শ্রেণি-পেশার মানুষের দেওয়া শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি।

ভোরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যাঁরা বিদেশে পলাতক, তাঁদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি আছে। এ বিষয়ে সরকার খুবই সচেষ্ট। তবে বিদেশে আইনগত কিছু জটিলতা আছে।

এখানকার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-সংস্থা, সামাজিক–সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্রসংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন। এ ছাড়া নতুন প্রজন্মসহ সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছে।

শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা দ্রুত প্রকাশের দাবি

আজ রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন শহীদদের পরিবারের সদস্যরা। এ সময় অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর ব্যানারে রায়েরবাজার বধ্যভূমিতে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন তাঁরা।

সংগঠনের সাধারণ সম্পাদক ও শহীদ কাজী শামসুল হকের সন্তান কাজী সাইফউদ্দীন আব্বাস প্রথম আলোকে বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের তালিকা এত বছরেও না হওয়া দুঃখজনক, লজ্জার। দ্রুত শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশ করা হোক। শহীদ বুদ্ধিজীবীদের চেতনা অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা থেকে জাতি অনেকটা দূরে সরে গেছে।’

নাটক, কবিতা, প্রতিবাদী সমাবেশ

রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদিতে সকাল থেকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছে। ফুলেল শ্রদ্ধার পাশাপাশি নাটক, কবিতা, প্রতিবাদী সমাবেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। বেদির একপাশে চলতে দেখা যায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কবিতাপাঠ, আবৃত্তি ও দেশের গান পরিবেশন।

বেদি এলাকায় মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কমিটি।

শিক্ষক-সহপাঠীদের সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিল সপ্তম শ্রেণিপড়ুয়া রাজু হোসেন। রায়েরবাজারের প্রতিভা বিকাশ কেন্দ্রের শিক্ষার্থী রাজু বলল, সে বই পড়ে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে জেনেছে। তাঁদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আজ এসেছে।

বুদ্ধিজীবী হত্যা নিয়ে নির্মিত ‘কাদা মাখা মাইক্রোবাস’ শীর্ষক নাটক স্মৃতিসৌধে প্রদর্শন করেন চট্টগ্রামভিত্তিক জয়বাংলা থিয়েটারের সদস্যরা। নাটকের নির্দেশক সাহিদ শিসু বলেন, ‘২০১৫ সাল থেকে নিয়মিত আমরা এখানে এই নাটক প্রদর্শন করছি। নাটকে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের ত্যাগের কথা তুলে ধরা হয়েছে।’- প্রথম আলো