ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল অনিশ্চিত

ডিসেম্বর ২৪, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ । ৯১ জন

দীর্ঘদিন ধরে বন্ধ আছে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যসংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কবে নাগাদ এই রুটে জাহাজ চলাচলের অনুমতি মিলবে তা এখনো নিশ্চিত হতে পারছে না কর্তৃপক্ষ।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান বলেন, ‘যতটুকু জানি নদীর নাব্যতা সংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। সংশ্লিষ্ট দপ্তর কবে নাগাদ এই নৌরুটে জাহাজ চলাচলের অনুমতি দেবে তা এখনো অজানা। ঊর্ধ্বতন দপ্তর থেকে নির্দেশনা পেলে জাহাজ চলাচলে বাঁধা থাকবে না।’

সি ক্রুজ অপারেটরস্ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এনিয়ে বেশ কয়েকবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে আমাদের। এমনকি এ রুটে জাহাজ চলাচলের উপযোগী কিনা তা পরিদর্শনের জন্য বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এসেছিলেন। তিনি সবকিছু দেখে নৌ পরিবহণ মন্ত্রণালয়ে পজিটিভ রিপোর্ট দেন যাতে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। এরপর থেকে প্রসেসিং প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘বিআইডব্লিউটিএ পরিদর্শনের পর নৌ মন্ত্রণালয়ে আবেদন করা হয়- যেখানে ওই নৌরুটে মিয়ানমারের চুক্তির জাহাজ অর্থাৎ বন্দরের জাহাজ চলাচল করছে সেহেতু টেকনাফ-সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ সতর্কতার সঙ্গে চলাচল করতে পারলে পর্যটন খাতে উন্নয়নসহ  স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সবকিছু ঠিকঠাক থাকার পরও যদি জাহাজ চলাচলের অনুমতি না পাওয়া যায় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিলে আন্ত-মন্ত্রণালয় মিটিং করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানতে পেরেছি।’

এদিকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে জাহাজ সরাসরি সেন্টমার্টিনের উদ্দেশ্যে যেতে পারলেও যাত্রীদের হয়রানির শেষ নেই। কক্সবাজার থেকে প্রতিদিন দুটি জাহাজ সেন্টমাটিন যাতায়াত করে পর্যটকদের নিয়ে। তবে প্রায়ই জাহাজ পৌঁছাতে দেরিসহ নানা অভিযোগ লেগেই রয়েছে পর্যটকদের কাছ থেকে। ২১ ডিসেম্বর ১৪ ঘণ্টারও বেশি সময় পর সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ফিরেছেন পর্যটকবাহী জাহাজ বে ওয়ানের যাত্রীরা।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে এক সেমিনারে পর্যটনসচিব মো. মোকাম্মেল হোসেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর নাব্যতা সংকট ও একাধিক বালুচর জেগে ওঠার কথা বলে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়।

রাইজিংবিডি