ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য

সম্মেলনের উদ্বোধন করলেন শেখ হাসিনা

ডিসেম্বর ২৪, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ । ৯৩ জন

আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আর এক বছর পরই যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই এবারের সম্মেলনের মাধ্যমে দায়িত্ব পাওয়া নতুন কমিটিকে নির্বাচনী পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সে জন্য এবারের সম্মেলনের ভিন্ন মাত্রার গুরুত্ব রয়েছে।

সম্মেলন উদ্বোধনের পর মঞ্চে বসেন শেখ হাসিনা। – ঢাকা পোস্ট