ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  • অন্যান্য

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

মার্চ ২৭, ২০২৩ ২:১০ অপরাহ্ণ । ১১২ জন

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সাকিবের পক্ষে যায়নি।

সাগরিকায় একটু পরেই মাঠে নামছে দুদল। টসে হারলেও সাকিবদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আইরিশরা।

ওয়ানডে সিরিজ ২-০ তে নিশ্চিত করায় সংক্ষিপ্ত ফরম্যাটেও আধিপত্য ধরে রাখতে চাইবে সাকিব বাহিনী। এছাড়া দেশের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে।

তবে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড শক্তিশালী দল। যদিও শক্তির বিচারে বাংলাদেশ অনেকখানি এগিয়ে। দুই দলের লড়াইয়েও এগিয়ে স্বাগতিক দল। এখন পর্যন্ত পাঁচ মুখোমুখিতে বাংলাদেশের জয় তিনটিতে। আয়ারল্যান্ডের একটি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পর আইরিশরা এ ফরম্যাটে বাংলাদেশকে আর হারাতে পারেনি।

দুই দলের হওয়া সর্বশেষ সিরিজটিতেও জয় ছিল বাংলাদেশের। সেবার বাংলাদেশের কাছে আইরিশ দল ধবলধোলাই হয়েছিল।

বাংলাদেশ একদাশ

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলা তানভীর ইসলামের পরিবর্তে একাদশে নাসুম আহমেদ। তানভীর আয়ারল্যান্ড সিরিজের দলেই ডাক পাননি।

একাদশে যারা সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ 

মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।