ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  • অন্যান্য

পাক-ভারত ক্রিকেটের বৈরিতা নিয়ে যা বললেন আফ্রিদি

মে ৬, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ । ৯৪ জন

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন, ভারতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কঠোর নীতি অবলম্বন করায় পাকিস্তান ইতিবাচক কিছুই পায়নি। ভবিষ্যতে পাবে বলেও মনে হয় না।

পাকিস্তানের সামা টিভিতে আফ্রিদি বলেছেন, মোদি যেদিন থেকে ক্ষমতায় বসেন সেদিন থেকে পাকিস্তানের হয়ে কোনও কিছু প্রত্যাশার রাস্তা বন্ধ হয়ে গেছে। ইতিহাস নিজেই এর সাক্ষ্য দেবে। এর আগেও যখন বিজেপি সরকার ক্ষমতায় ছিল তখন ভারতের সঙ্গে আমাদের সঙ্গে সুসম্পর্ক ছিল।

৪৬ বছর বয়সী পাকিস্তানের এই তারকা ক্রিকেটার আরও বলেন, মোদি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আমাদের ক্ষতিই করবেন। পাকিস্তানের হয়ে উনি কিছু করবেন, এমন প্রত্যাশা করা যায় না।

গত মার্চে আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রীর কাছে (ভারত-পাকিস্তান) দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আবেদন জানিয়ে আফ্রিদি বলেছিলেন, মোদি সাহেবের কাছে আমার আবেদন, দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক চালু করুন। পাকিস্তানে সম্প্রতি অনেক বিদেশি দল এসেছে। ভারতেও তো আমাদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। তবে দুই দেশের সরকারের কাছ থেকে সবুজ শঙ্কেত পাওয়া গেলে দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে।

যুগান্তর