ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  • অন্যান্য

‘কুমিরের’ কানের দুল-হার পরে কান উৎসবে উর্বশী

মে ১৭, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ । ১০১ জন

পরনে গোলাপী রঙের গাউন। চোখের পাঁপড়িতে কাজল মাখা। কানে দুল, গলায় হার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। মঙ্গলবার (১৬ মে) পর্দা উঠেছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের। বিশ্ব চলচ্চিত্রের জমজমাট আসরের লাল গালিচায় এমন রূপে দ্যুতি ছড়ান উর্বশী।

সবকিছু ঠিকই ছিল। কিন্তু উর্বশীর কানের দুল ও গলার হার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ উর্বশীর কানের দুল ও গলার হার তৈরি করা হয়েছে কুমিরের আদলে। এটি ডিজাইন করেছেন প্যারিসের খ্যাতনাম ডিজাইনার সীমা কাউচার। কানের দুল আর গলার হারের ডিজাইন নিয়ে জোর চর্চা করছেন নেটিজেনরা।

Cannes 2023: उर्वशी रौलेता ने उड़ाए होश, पिंक गाउन और मगरमच्छ वाला नेकपीस पहनकर रेड कार्पेट पर उतरीं | Urvashi Rautela Cannes Film Festival 2023 Look In Pink Frill Gown With Crocodile

নেটিজেনদের একজন লিখেছেন, ‘তুমি এত সুন্দর অথচ গলায় টিকটিকি ঝুলিয়ে রেখেছে।’ কেউ কেউ ভূয়সী প্রশংসা করে লিখেছেন, ‘তুমি বিশ্বের সেরা সুন্দরী।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

Cannes 2023: उर्वशी रौलेता ने उड़ाए होश, पिंक गाउन और मगरमच्छ वाला नेकपीस पहनकर रेड कार्पेट पर उतरीं | Urvashi Rautela Cannes Film Festival 2023 Look In Pink Frill Gown With Crocodile

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

রাইজিংবিডি