ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

সৌদি আরবে বিশ্বকাপ হলে মদপান করা যাবে?

অক্টোবর ৩১, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ । ১৬৮ জন

প্রথম মুসলিম দেশ হিসেবে গত বছর ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল কাতার। ১১ বছর পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব।

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল আর্জেন্টিনা। অথচ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় সৌদি আরব। এবার বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে মুসলিম দেশটি।

সবকিছু ঠিক থাকলে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে পারে সৌদি আবর। বিশ্বকাপ আয়োজনের লড়াই থেকে অস্ট্রেলিয়া নাম তুলে নেওয়ায় সৌদি আরবের সামনে আর কোনো প্রতিপক্ষ রইল না।

ব্রিটেনের এক সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনের জন্য কড়াকড়িও কিছুটা শিথিল করতে পারে সৌদি আরব। কাতার বিশ্বকাপে মদপান নিষিদ্ধ থাকলেও বিশ্বের ফুটবল সমর্থকদের কথা চিন্তা করে মদপান করার অনুমতি দিতে পারে সৌদি সরকার।

যুগান্তর