শ্রীলংকার পর পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।
আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সম্মিলিত প্রচেষ্টায় ১৩৬ রান করে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী দলটি। ৩৬ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।
এদিন কক্সবাজারে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিক বাংলাদেশ দল। দলের হয়ে ২৪ বলে চার বাউন্ডারিতে ৩২ রান করেন সুমাইয়া আক্তার। ৩০ বলে তিন বাউন্ডারিতে ৩১ রান করেন আরবিন। দুই বাউন্ডারিতে ২৪ রান করেন সুবর্ণা। ২৩ বলে তিন চারে ২৩ রান করেন রাবেয়া।
টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারী পাকিস্তানের নারী দলটি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১২ রানে ২ উইকেট নেন আফিয়া আসিমা ইরা।
এছাড়া ৪ ওভারে মাত্র ১০ রানে ১ উইকেট নেন রাবেয়া। তিনি এর আগে ব্যাট হাতে ২৩ বলে ২৩ রান করেন। ব্যাটে-বলের নৈপুণ্যে ম্যাচসেরা হন তিনি। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন রাবেয়া।
রোববার নিজেদের তৃতীয় ম্যাচে ফের শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
যুগান্তর